West Bengal Election 2021: বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ, ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক মমতার

Continues below advertisement

সনিয়া গাঁধী, শরদ পওয়ার, নবীন পট্টনায়েক-সহ বিজেপি বিরোধী একাধিক নেতাকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে, ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে বিজেপি বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছেন তিনি। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার অবিজেপি দলগুলির নেতাদের বিরুদ্ধ সিবিআই-ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে কাজে লাগাচ্ছে। বিজেপি বিরোধী দলগুলি পরিচালিত রাজ্য সরকারের নায্য প্রাপ্য ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে মোদি সরকার। সেইসঙ্গে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচিত অবিজেপি সরকারগুলিকে উৎ‍খাত করতে এবং বিরোধী দলগুলিকে ভাঙাতে বিভিন্ন সন্দেহজনক উৎস থেকে অপরিসীম অর্থ খরচ করছে। 

এরই সঙ্গে চিঠিতে তৃণমূল নেত্রী লিখেছেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, গণতন্ত্র এবং সংবিধানের বিরুদ্ধে বিজেপি যে আঘাত হানছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের সময় এসেছে।’ 


পাঁচ রাজ্যে বিধানসভা ভোট শেষ হওয়ার পর, সব বিজেপি বিরোধী দলগুলির শীর্ষ নেতাদের একসঙ্গে বসে লড়াইয়ের কৌশল ঠিক করতেও আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram