West Bengal Election 2021: 'জোট বেঁধে ভোট না দিলে অসমের মতো অবস্থা হবে', শীতলকুচিতে বার্তা মমতার

কোচবিহারের (Cooch Behar) শীতলকুচিতে রাজনৈতিক জনসভা (rally) করলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভামঞ্চ থেকে মমতা বলেন, ‘আমাকে ২০০টির বেশি আসনে জিততে হবে। তার জন্য শুধু আমাকে না, আমার অন্য প্রার্থীদেরও জেতাতে হবে। ভোটের সময় অসমের বর্ডার থেকে গুণ্ডা নিয়ে আসবে বিজেপি (BJP)। তারা বোমাবাজি করবে, ভয় দেখাবে যাতে কেউ ভোট দিতে না পারে। কেন্দ্রীয় বাহিনী (Central Force) গিয়ে ভোট আটকে দিচ্ছে। আপনারা জোট বেঁধে ভোট দেবেন। নাহলে অসমের (Assam) মতো অবস্থা হবে। অসমে ১৪ লক্ষ বাঙালিকে বাদ দিয়েছে বিজেপি। অসমে পুলিশকে দিয়ে ছাপ্পা ভোট করানো হয়েছে। ইভিএম খারাপ হলে চলে আসবেন না। অপেক্ষা করে ভোট দিয়ে বাড়ি ফিরবেন।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola