West Bengal Election 2021: সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় পাশে না থাকলে মমতা মুখ্যমন্ত্রী হতেন না: শিশির অধিরারী

Continues below advertisement

আজ কাঁথিতে নরেন্দ্র মোদির (Narendra Modi) জনসভায় যোগ দিয়েছিলেন শিশির অধিকারী (Sisir Adhikari)। তাঁর জ্যেষ্ঠ পুত্র দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari) জানিয়েছেন বিজেপিতে (BJP) যোগ দেওয়ার বিষয়ে ২ থেকে ৩ দিনের মধ্যেই তিনি সিদ্ধান্ত নেবেন। এই প্রসঙ্গে শিশির বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হারার জন্য নন্দীগ্রামের প্রার্থী হয়েছেন। ৩৫ বছর পর কোনও প্রধানমন্ত্রী এখানে জনসভা করলেন। আমি আমার আর এখানকার মানুষের কষ্টের কথা মোদিজিকে জানিয়েছি। আমি যদি নন্দীগ্রাম, সিঙ্গুর, জঙ্গলমহলে আন্দোলনের সময় পাশে থেকে লড়াই না করতাম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতেন না। তাঁর নাটকের যবনিকাপাত হবেই। আমি বেইমান নই, ওনারা আমার পরিবারের সঙ্গে বেইমানি করেছেন। অভিষেক আসবেন, গালাগালি করবেন আর চলে যাবেন।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram