WB Election 2021: বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে, হুঁশিয়ারি দিলীপ ঘোষের, সমালোচনায় তৃণমূল

Continues below advertisement

ব্যালটের উৎসবে বুলেট। পাঁচজনের মৃত্যু। তার মধ্যে চারজনেরই মৃত্যুর ভোটের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর গুলিতে। শোকস্তব্ধ এখন বঙ্গ রাজনীতির কেন্দ্র। এই ঘটনায় যখন অনেকেই সমবেদনা জানাচ্ছেন তখন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের  (Dilip Ghosh) গলায় শোনা গেল হুঁশিয়ারি। তিনি বলেন, "যদি কেউ আইন হাতে নিতে আসে তাকে যোগ্য জবাব দেওয়া হবে। সেই দিন আসছে। ১৭ তারিখ আপনারা লাইনে দাঁড়িয়ে ভোট দিন। সেন্ট্রাল ফোর্স বুথে থাকবে। কেউ লাল চোখ দেখাতে পারবে না। যদি কেউ বাড়াবাড়ি করে। তবে শীতলকুচি দেখতে হবে। জায়গায় জায়গায় শীতলকুচি হবে।" এই মন্তব্যের পাল্টা সমালোচনা করেছে তৃণমূল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram