West Bengal Election 2021: মমতা ও শুভেন্দুর লড়াই নিয়ে তুঙ্গে তরজা রাজু ও দেবনারায়ণের

Continues below advertisement

মনোনয়নপত্র (Nomination) জমা দিয়ে কলকাতায় না ফিরে আজ নন্দীগ্রামেই (Nandigram) থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রার্থী হিসাবে সেখানে বেশি সময় কাটাতে চাইছেন তিনি। কাল কলকাতায় ফিরে নির্বাচনী ইস্তেহার পেশ করবেন মমতা। এই প্রসঙ্গে বিজেপি (BJP) নেতা রাজু বন্দ্যোপাধ্যায় (Raju Banerjee) বলেন, ‘খেলা হবে’ বলতে বলতে মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের মানুষদের অনুভূতি নিয়ে খেলা করছেন। এখানে আগে তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন একটাও পালন করেননি। নন্দীগ্রাম কাণ্ডে যে পুলিশরা গুলি চালিয়েছিল তাদের শাস্তি হয়নি’। তার উত্তরে টিএমসির (TMC) তরফে অধ্যাপক দেবনারায়ণ সরকার (Devnarayan Sarkar) বলেন, ‘সারদা-নারদা (Saradha, Narda) কাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারীকেই (Suvendu Adhikary) জায়গা দিয়েছে বিজেপি। তারা শাস্তি দেওয়ার কথা কীভাবে বলে!’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram