West Bengal Election 2021: প্রচারে চষে ফেলছেন গোটা সিঙ্গুর, দুপুরের আহারই সৃজন ভট্টাচার্যের পাওয়ার মিল

Continues below advertisement

সিঙ্গুরে এবার সংযুক্ত মোর্চার তরফে সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। এসএফআই (SFI)-র রাজ্য সম্পাদক প্রচারে চষে ফেলছেন গোটা বিধানসভা কেন্দ্র। দুপুরের আহারই তাঁর পাওয়ার মিল। নন্দীগ্রামে ভোট শেষ। এবার পালা সিঙ্গুরের। ২০১১-তে রাজ্য-রাজনীতির পট পরিবর্তনের আরেক ভরকেন্দ্র সিঙ্গুরে, এবার সংযুক্ত মোর্চার তরফে সিপিএম প্রার্থী, SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। সিঙ্গুরেই থাকছেন এক স্কুল শিক্ষিকার বাড়িতে। ঝাঁ-ঝাঁ রোদ্দুরে দিনভর প্রচারে বেরনোর আগে সকালের জলখাবারে থাকছে লুচি, বেগুনভাজা, তরকারি আর মিষ্টি। দুপুরে বাড়িতে ফেরার সুযোগ হলে, পাতে থাকে ভাত, ডাল, কোনও একটি সবজি, একপিস মাছ আর একটু টক দই। পুষ্টিবিদদের মতে, ভাত প্রধানত শর্করার প্রয়োজন মেটায়। শরীরে প্রোটিনের জোগান দেয় ডাল। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছে থাকে ভিটামিন -এ এবং অনেকটা ক্যালসিয়াম। টক দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড। যা হজমে সাহায্য করে। ক্যালসিয়াম ও ভিটামিন ডি, হাড় মজবুত করতে সাহায্য করে। এই পাওয়ার মিলে ভর করেই সিঙ্গুর চষে বেড়াচ্ছেন সৃজন! সিঙ্গুরের মাটিতে শিল্প আনার লক্ষ্যে এই পাওয়ার মিলের ওপর নির্ভর করেই চলছে সৃজনের প্রচার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram