West Bengal Election 2021: 'মিথ্যা খবর প্রচারে সারা ভারতবর্ষে বিখ্যাত অমিত মালব্য', পিকের অডিও টেপ প্রসঙ্গে সৌগত রায়

অমিত মালব্যের (Amit Malavya) ট্যুইট (Tweet) করা অডিও নিয়ে রাজনৈতিক তরজা। অডিওতে শোনা গেছে, ‘কংগ্রেস (Congress), বাম (Left) আর তৃণমূল (TMC), সবাই মুসলিম ভোট নিয়ে রাজনীতি করে। প্রথমবার সেখানে হিন্দুরা জেগে উঠেছে। এখন নরেন্দ্র মোদি (Narendra Modi) বাংলায় অত্যন্ত জনপ্রিয়। বিজেপি (BJP) বাংলায় অনেক ভোটে জিতবে’। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন, ‘মিথ্যা খবরের ব্যাপারে অমিত মালব্য সারা ভারতবর্ষে বিখ্যাত। তিনি অডিও ক্লিপটি কোথা থেকে চুরি করেছে আমি জানি না। প্রশান্ত কিশোর (Prashant Kishore) কিন্তু বারবার বলেছেন তৃণমূল কংগ্রেস জিতছে। কিন্তু মালব্যের যা শোনাতে ইচ্ছা করছে তাই শোনাচ্ছেন। পুরো ভিডিও ক্লিপটি প্রকাশ করার দাবি জানাচ্ছি। তাতে সব পরিষ্কার হয়ে যাবে। আমি অমিত মালব্যের এই আচরণের তীব্র নিন্দা করছি।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola