WB Election 2021: শীতলকুচির ঘটনার নিন্দা না করে ধর্মীয় বিভাজন, মেরুকরণ খুঁজছে বিজেপি, নাড্ডার পাল্টা সৌগত

Continues below advertisement

"শীতলকুচিতে বিজেপি (BJP) কর্মী আনন্দ বর্মনকে খুন করেছে তৃণমূলের (TMC) দুষ্কৃতীরা। আনন্দ বর্মনের মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একটি শব্দও খরচ করেননি এখনও। এর থেকে প্রমাণিত তৃণমূল দলিত-বিরোধী", রাজারহাটে তোপ জেপি নাড্ডার (J P Nadda)। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন, "জেপি নাড্ডা মূর্খ। বাংলার ব্যাপারে কিছুই জানেন না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত ৫-৬ বার আনন্দ বর্মন সম্বন্ধে বলছে। নাড্ডা এটার মেরুকরণ করতে চাইছে। এটা বিজেপির অন্যায় রাজনীতির অংশ। এই ঘটনার নিন্দা করা উচিত ছিল বিজেপির। কিন্তু এর মধ্যেও ওরা ধর্মীয় বিভাজন, মেরুকরণ খুঁজছে। আমি এর নিন্দা করছি।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram