West Bengal Election 2021: প্রচারে এসে হলদিয়ায় বাইক মিছিল Smriti Irani-র

Continues below advertisement

তৃণমূল (TMC)-বিজেপি রোড শো ঘিরে রণক্ষেত্র ভগবানপুর। কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি (BJP)। প্রতিবাদে পথ অবরোধ।  রোড শো না করেই ফিরতে হল তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty)। 

"ভেবেছিল পা ভেঙে আমায় আটতে দেবে। আমি ভাঙি তবু মচকাই না। বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়ব না।" কোতুলপুরের সভা থেকে হুঙ্কার মমতার (Mamata Banerjee)। "ভাঙা পা দেখিয়ে রাজনীতি করছেন তৃণমূল নেত্রী।" পাল্টা কটাক্ষ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। 

প্রচারে এসে হলদিয়ায় স্মৃতি ইরানির (Smriti Irani) বাইক মিছিল। বিজেপি সমর্থকদের নিয়ে বাইক মিছিল স্মৃতি ইরানির। অনুমতি ছাড়াই স্মৃতির বাইক মিছিল। অভিযোগ তৃণমূলের। নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram