West Bengal Election 2021: '৭ কোটি টাকা দিয়ে তারকা কিনেছে BJP', বিস্ফোরক শ্রীলেখা, পাল্টা যশ
Continues below advertisement
বিজেপির (BJP) বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তিনি লিখেছেন, “জানতে পেরেছি বিজেপি নাকি এক তারকা অভিনেতাকে দলে যোগ দেওয়ার জন্য ৭ কোটি টাকা দিয়েছে’। এপ্রসঙ্গে অভিনেতা তথা বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত (Yash Dasgupta) বলেন, “আমি মিডিয়ার সামনে আমার ব্যাঙ্কের তথ্য দিতে রাজি আছি। যদি তাঁরা এই ঘটনা প্রমাণ করতে পারেন, তাহলে আর এখানে আসব না। কিন্তু যাঁরা এটা বলছে, তাঁদের সেই সাহস আছে তো, যে তাঁরাও মিডিয়ার সামনে ব্যাঙ্ক ডিটেলস দিতে পারবেন?” তিনি আরও বলেন, “কেস করার দরকার নেই, সামনে এসে বলুক। তাঁদের পার্টি হয়তো এভাবে রাজনীতি করে, আমাদের দল এমন করে না।"
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda CPM WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda Facebook Post Sreelekha Mitra Yash Dasgupta Mamata Banerjee Bengal Election Explosive Claim