West Bengal Election 2021: '৭ কোটি টাকা দিয়ে তারকা কিনেছে BJP', বিস্ফোরক শ্রীলেখা, পাল্টা যশ

Continues below advertisement

বিজেপির (BJP) বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তিনি লিখেছেন, “জানতে পেরেছি বিজেপি নাকি এক তারকা অভিনেতাকে দলে যোগ দেওয়ার জন্য ৭ কোটি টাকা দিয়েছে’। এপ্রসঙ্গে অভিনেতা তথা বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত (Yash Dasgupta) বলেন, “আমি মিডিয়ার সামনে আমার ব্যাঙ্কের তথ্য দিতে রাজি আছি। যদি তাঁরা এই ঘটনা প্রমাণ করতে পারেন, তাহলে আর এখানে আসব না। কিন্তু যাঁরা এটা বলছে, তাঁদের সেই সাহস আছে তো, যে তাঁরাও মিডিয়ার সামনে ব্যাঙ্ক ডিটেলস দিতে পারবেন?” তিনি আরও বলেন, “কেস করার দরকার নেই, সামনে এসে বলুক। তাঁদের পার্টি হয়তো এভাবে রাজনীতি করে, আমাদের দল এমন করে না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram