West Bengal Election 2021: সংকীর্ণ রাস্তার কারণে মেলেনি মিছিলের অনুমতি, কাঁচরাপাড়া-কাণ্ডে সাফাই পুলিশের
কাঁচরাপাড়ায় (Kanchrapara) বিজেপির (BJP) পরিবর্তন যাত্রা (Parivartan Yatra) ঘিরে ধুন্ধুমার। শহরে ঢোকার মুখে বিজেপির রথে বাধা দেয় পুলিশ (Police)। এরপর পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে বিজেপির মিছিল। পুলিশের সাথে ধ্বস্তাধস্তিতে জড়িয়ে পরেন বিজেপি নেতা-কর্মীরা। এরপর রাস্তায় বসে বিক্ষোভ (Protest) দেখাতে থাকে গেরুয়া শিবির। পুলিশের দাবি, ওই এলাকার রাস্তা সংকীর্ণ হওয়ায় মিছিলের অনুমতি দেওয়া হয়নি। অনুমতি না থাকায় শহরে প্রবেশের মুখে বাধা দেওয়া হয়। বিজেপির পাল্টা দাবি, ব্যারাকপুর (Barrackpore) পুলিশ কমিশনারেটের কাছে অনুমতি নেওয়া হয়েছিল। না জানিয়ে অনুমতি বাতিল করা হয়েছে। আমহার্স্ট স্ট্রিট (Amherst Street) থেকে এদিন শুরু হয় বিজেপির পরিবর্তন যাত্রার রোড শো। রোড শোয়ে উপস্থিত মুকুল রায় (Mukul Roy), শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary), অর্জুন সিংহ (Arjun Singh) সহ বিজেপি নেতৃত্ব।