West Bengal Elections 2021: 'কঠিন পরিস্থিতিতেও খেলা ছেড়ে দিইনি, এখন দিদির সঙ্গও ছাড়ব না: মনোজ তিওয়ারি
ক্রিকেট থেকে এবার রাজনীতিতে প্রবেশ মনোজ তিওয়ারির (Manoj Tiwari)। ভারতীয় দল তথা কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তনী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress)। আজ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সভায় দলে যোগ দিলেন তিনি। "বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধায়ের (Mamata Banerjee) ডাক এসেছে বলে যোগ দিচ্ছি," জানালেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। বিভিন্ন নেতা-কর্মীদের তৃণমূল থেকে বিজেপিতে যোগদান প্রসঙ্গে মনোজ বলেন, এত দিন দলে থাকার পর তা ছেড়ে যাওয়াকে তিনি পছন্দ করেন না। "খেলায় সময়ও কঠিন পরিস্থিতিতে ভাল করার চেষ্টা করেছি, রাজনীতিতেও চেষ্টা করব," বললেন তিনি। মানুষ তাঁকে অনেক ভালোবাসা দিয়েছে, তাই তিনি স্বচ্ছভাবে রাজনীতি করতে চান বলেও জানান মনোজ। তিনি বলেন, "যখন কঠিন পরিস্থিতি থাকে সেই সময়ও খেলা ছেড়ে দিইনি। এখন দিদির সঙ্গে থাকাটা আমার মনে হয় ভাল হবে। আমার জন্ম এখানে, কাজ এখানে। তাই ঘরের দলকে ছেড়ে অন্য কোথাও যেতে চাই না। আমি মানুষের জন্য কাজ করতে চাই। কাজ করে মানুষকে যদি আনন্দিত করতে পারি তবে তার থেকে ভাল মনের শান্তি আর পাব না। যে যে সমস্যা আমার সামনে সেগুলি সমাধানের চেষ্টা করব। যেখান থেকে সমাধান হতে পারে সেখানে সমস্যার কথাগুলি তুলে ধরব। বাংলার অনুপ্রেরণা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমায় যেভাবে কাজ করতে বলবেন সেইভাবে কাজ করব। আমি মন থেকে নিজেকে সেলিব্রিটি মনে করি না। কষ্ট করে আমি এই জায়গায় পৌঁছেছি তাই আমি পরিস্থিতিগুলি বুঝতে পারি সাধারণ মানুষের।"