West Bengal Election 2021 : চূড়ান্ত আসন সংখ্যা, কাটার পথেই জোটের জট

Continues below advertisement

অবশেষে কাটতে চলেছে বাম-কংগ্রেস-আইএসএফের (Left, Congress, ISF) জোট জট। দফায় দফায় বৈঠকের পর কার্যত চূড়ান্ত আসন সংখ্যা। কংগ্রেস লড়তে চলেছে ৯২টি আসনে, আইএসএফ লড়বে ৩৭-৩৮টি আসনে, বাকি আসনে লড়বে বামেরা। বাম-কংগ্রেসের মধ্যে ৪টি গুরুত্বপূর্ণ আসন নিয়ে এখনও কথা হচ্ছে। আসন (Election Seats) জট নিয়ে কোনও প্রভাব পড়বে না জোটে, দাবি নেতৃত্বের। দার্জিলিংয়ের ৪টি আসনের মধ্যে ৩টি লড়বে কংগ্রেস, একটিতে লড়তে পারে বাম। এই ধরনের কিছু আসন নিয়ে আলচনার পরই চূড়ান্ত হবে জোটের আসন তালিকা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram