West Bengal Election 2021: ২ মে TMC সরকারই প্রতিষ্ঠা হবে, হুঙ্কার অভিষেকের, ৩ দফার নির্বাচনেই ফল স্পষ্ট, পাল্টা মিঠুন

Continues below advertisement

নির্বাচনী প্রচার সভা থেকে বিজেপিকে (BJP) কটাক্ষের সুরে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।  তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন কেন্দ্রীয় সরকারের কোনও টাকা, প্রকল্প কিছু লাগবে না। ২রা মে তৃণমূল (TMC) সরকার প্রতিষ্ঠা হবে।’ অন্যদিকে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) হয়ে প্রচারে নেমেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তিনি বলেন, ‘বাবুল আমার জন্য শুধু প্রার্থী নয়, ও আমার পাড়ার ছেলে। ৩ দফার নির্বাচন হওয়ার পর সবাই বুঝতে পারছে কে জিতবে। বাবুল মানুষের জন্য কাজ করে নিজেকে প্রমাণ করেছে। টালিগঞ্জে বাবুল জিতলে এই এলাকা ও টলিউডের (Tollywood) উন্নতি হবে সে বিষয়ে আমি নিশ্চিত।’ বাবুল সুপ্রিয় বলেন, ‘তৃণমূল পুলিশের সঙ্গে ষড়যন্ত্র করে মিঠুন চক্রবর্তীকে বেহালায় রোড শো করতে দেয়নি। কিন্তু টলিউডে তাঁকে ঢুকতে দেবে না এমন ক্ষমতা কারও নেই। আমরা অনুমতি করিয়ে নিয়েছি। তৃণমূলের নোংরা মানসিকতা নিয়ে টলিউডের উন্নতি হতে পারে না।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram