West Bengal Election 2021: ভোট আসে ভোট যায়, সুদিনের আশায় দিন গুণে চলে সীমান্তের চরমেঘনা
কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে ভোট হল ভারত-বাংলাদেশ সীমান্তের করিমপুরের (Karimpur) চরমেঘনায় (Charmeghna)। তবে গ্রামবাসীদের অভিযোগ, বছরের পর বছর ভোট হয়, কিন্তু তাঁদের সমস্যার সমাধান হয় না। একপ্রান্তে কাঁটাতারের বেরা। অন্যপ্রান্তে বয়ে চলেছে মাথাভাঙা। তার মাঝেই ভারতের শেষ ভূখণ্ড হিসেবে দাঁড়িয়ে রয়েছে চরমেঘনা। এলাকাবাসীর কাছে যা ছিটমহল (Chitmahal) নামেই পরিচিত। নদিয়ার করিমপুর বিধানসভার অন্তর্গত এই চরমেঘনা। মেরেকেটে হাজারখানেক লোকের বাস। ভোট তো হল, কিন্তু হাল ফিরছে কোথায়? আক্ষেপের সুর গ্রামবাসীদের গলায়। ভোট আসে যায়, ভোটের আগে সবার দেখা মেলে, তারপর উধাও, সমস্যা থেকেই যায় নামেই ভারতের বাসিন্দা। দেশে থেকেও যেন ভিনদেশের বাসিন্দা এরা। দেশের মূল ভূখণ্ডে ঢুকে যাবতীয় কাজ সারার জন্য সময় মাত্র ১২ ঘণ্টা। প্রতিদিন সকাল ৬টায় বিএসএফের কাছে নথি গচ্ছিত রেখে কাঁটাতার পেরিয়ে এপারে আসা। আবার সন্ধে ৬টা বাজলেই ফের ঘরে ঢুকে যাওয়া। রাতে কেউ অসুস্থ হলে সমস্যা, সামনাসামনি হাসপাতাল, দোকান নেই।