West Bengal Election 2021: 'সারা দেশের চর্চার বিষয় ভাইপো-ট্যাক্স', কটাক্ষ মোদির

Continues below advertisement

হাওড়ার ডুমুরজলায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে তিনি বলেন, "বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি (BJP)। দিদি এবার ভোটে হারতে চলেছেন। বাংলায় আসল পরিবর্তন চাই। এবার বাংলায় আসল পরিবর্তন আসবে। বয়ালের ঘটনায় স্পষ্ট যে দিদি হারছেন। দিদির কথায় স্পষ্ট যে ভোটে হেরে গিয়েছেন। এখন ইভিএম (EVM) নিয়েও সমস্যা দিদির। এখন কমিশনকে নিশানা করছেন দিদি। এতেই স্পষ্ট যে দিদি হেরে যাচ্ছেন। দিদি আগে কেন্দ্রীয় বাহিনীর দাবি করতেন। এখন আধা সেনাকে নিশানা করছেন দিদি। টাকা নেওয়ার কথা বলে মানুষকে অপমান করছেন। সম্প্রতি অডিও টেপ প্রকাশ্যে এসেছেন। অডিও টেপে অনেক কিছু প্রমাণ হয়েছে। বাংলায় নতুন কর চালু করেছেন দিদি। বাংলায় ভাইপো সার্ভিস ট্যাক্স চালু করেছেন। তৃণমূলের জমানায় হাওড়ার শিল্প শেষ। দিদি বলেন দেখে নেব, বিজেপি বলে সেবা করব। দিদি ভোটারদের নিজের জমিদারি ভাবছেন। দিদি বাংলার মানুষের বিশ্বাস ভেঙেছেন। দিদি, দিদি শুনলে রেগে যাচ্ছেন মমতা। ১০ বছরে শুধু কাটমানি-তোলাবাজি। হেরে গেলে তৃণমূল দলটাই উঠে যাবে। হারের হতাশায় আমাকে গালিগালাজ দিদির। ভাইপো ট্যাক্স সারা দেশের চর্চার বিষয়। জল প্রকল্পেও তোলাবাজদের দৌরাত্ম্য।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram