WB Election 2021: শিবপুরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ

হাওড়ার শিবপুরে ভোট-পরবর্তী হিংসা। তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১১টা নাগাদ বাইকে চড়ে এসে ৩ দুষ্কৃতী তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর পেটে ও চোখের উপরে গুলি লাগে। হাওড়ার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল কর্মী। এরপরই তৃণমূল কর্মীরা ওই এলাকায় বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে। দু’টি লরি, একটি গাড়ি ভাঙচুর করা হয় এবং একটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, এক তৃণমূল নেতার খুনের মামলার অন্যতম সাক্ষী ছিলেন ওই তৃণমূল কর্মী। পুরনো শত্রুতার জেরেই খুনের চেষ্টা বলে প্রাথমিক তদন্তে অনুমান। তৃণমূলের অভিযোগ নিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola