WB Election 2021: মন্দিরে প্রণাম করতে গিয়ে দুঃস্থদের টাকা দিয়ে বিতর্কে সায়ন্তিকা

Continues below advertisement

দ্বিতীয় দফার ভোটে দিনভর উত্তপ্ত নন্দীগ্রাম। পারদ চড়ল মমতা বন্দ্যোপাধ্যায় বয়ালের বুথে যাওয়ার পর। বয়ালে তৃণমূল এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ওঠে। দুপুরের পর সেই বুথে যান তৃণমূল নেত্রী। এরপরই চড়তে থাকে উত্তেজনা। তৃণমূলনেত্রীকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে বিজেপি কর্মীরা। পাল্টা প্রতিবাদ করে তৃণমূল। বয়ালের বুথে প্রায় ২ ঘণ্টা কার্যত আটকে থাকেন মমতা। ফোন করেন রাজ্যপালকে। কথা বলেন কমিশনের আধিকারিকদের সঙ্গে। তারপর নগেন্দ্রনাথ ত্রিপাঠীর নেতৃত্বে বিশাল বাহিনীর ঘেরাটোপে বেরিয়ে আসেন তৃণমূল নেত্রী।

কেশপুরে ফের ভোট-সন্ত্রাস। ধারাল অস্ত্রের কোপ যুবককে। আহত দলীয় কর্মী, দাবি বিজেপির। দুপুরে তুলে নিয়ে গিয়ে কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত যুবকের নাম রাজু সাঁতরা। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রতিক্রিয়া মেলেনি শাসক দলের।

ভোট-সন্ত্রাসে ছাড় পেলেন না অন্তঃসত্ত্বাও! ময়নায় বিজেপি করায় অন্তঃসত্ত্বা মহিলাকেও ‘মারধর’। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট দিয়ে ফেরার সময় হামলার অভিযোগ। বিজেপি করার অভিযোগে হামলা, দাবি আক্রান্তর পরিবারের। দুই পরিবারের জমি-বিবাদে হামলা, দাবি তৃণমূলের।

ভোটের দিন পুলিশের পোশাকে বহিরাগতদের দিয়ে গ্রামবাসীদের ওপর হামলা করানোর অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। সরগরম বাঁকুড়ার বড়জোড়ার পক্ষন্না গ্রাম। বিজেপির অভিযোগ, বড়জোড়ার তৃণমূল প্রার্থীর মদতেই হামলা হয়েছে। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থী।

ভোটের দিন সকালে মন্দিরে প্রণাম করতে গিয়ে দুঃস্থদের টাকা দিয়ে বিতর্কে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পোশাকে দলীয় প্রতীক লাগিয়ে বুথের ১০০ মিটারের মধ্যে ঢোকার অভিযোগ উঠেছে খড়গপুরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন দু’জনই।

নির্বাচন কমিশনের ভুয়ো পরিচয়পত্র নিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। নন্দীগ্রামে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। হার নিশ্চিত জেনেই ভোটারদের প্রভাবিত করার চেষ্টা। কটাক্ষ করেছে বিজেপি।

কোচবিহার দক্ষিণে ‘আক্রান্ত’ বিজেপি। প্রচারের সময় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। বাঁশি-লাঠি নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী। হামলার অভিযোগ অস্বীকার শাসক দলের।

ভোট দিতে গিয়ে ভোটার শুনলেন, তিনি মৃত! চমকে উঠলেন? বৃহস্পতিবার এমনই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে নন্দীগ্রামের বাসিন্দা সুভাষচন্দ্র পট্টনায়েক ও তাঁর স্ত্রীকে। ভোট দিতে গিয়ে তাঁরা জানতে পারেন, তালিকায় দু’জনের নামের পাশেই লেখা মৃত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram