West Bengal Election 2021: 'বাংলাদেশ গিয়ে ক্ষমতার অপব্যবহার মোদির', কমিশনের দ্বারস্থ তৃণমূল
Continues below advertisement
এবার প্রধানমন্ত্রীর (Narendra Modi) বাংলাদেশ সফর নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূল (TMC)। ২৭ মার্চ কেন মোদির বাংলাদেশ (Bangladesh) সফর? কেন তিনি বিজেপি (BJP) সাংসদ শান্তনু ঠাকুরকে (Shantanu Thakur) সঙ্গে নিলেন? তৃণমূল কিংবা অন্য কোনও রাজনৈতিক দলের কেউ আমন্ত্রিত হননি কেন? নির্বাচনী বিধি লঙ্ঘন করে পরোক্ষে বিদেশ থেকে নিজের দলের হয়ে প্রচার। বিদেশের মাটিতে দাঁড়িয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ তৃণমূলের। 'প্রধানমন্ত্রীকে ডাকা হয়েছে তাই তিনি গিয়েছেন, ওনাদের কেউ না ডাকলে আমরা কী করতে পারি?', মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda PM Modi Election Commission Bangladesh Bjp Mp Shantanu Thakur Mamata Banerjee Modi's Bangladesh Visit