WB Election 2021: এসএসকেএমে মৃত্যু নন্দীগ্রামে জখম TMC কর্মীর, পিছনে BJP, দাবি শাসক দলের

২৭ মার্চ নন্দীগ্রামের (Nandigram) বয়ালে (Bayal) জখম হয়েছিলেন তৃণমূল (TMC) কর্মী রবীন মান্না (Rabin Manna)। অভিযোগ, বলরামপুরে বিজেপির (BJP) সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এসএসকেএম-এ ভর্তি করা হয়েছিল। আজ ভোরে রবীন মান্নার মৃত্যু হয়েছে বলে খবর তৃণমূল কংগ্রেস সূত্রে। তাঁর মৃত্যু প্রতিবাদে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে তৃণমূলের তরফে। তাঁর উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola