West Bengal Election 2021: দিনহাটার বিজেপি নেতার মৃত্যুর তদন্তে কোচবিহারে বিবেক দুবে
দিনহাটার বিজেপি নেতার মৃত্যুর তদন্তে কোচবিহারে বিবেক দুবে। আইও, ময়নাতদন্তকারী চিকিৎসকের সঙ্গে কথা বলেন বিশেষ পর্যবেক্ষক। আত্মহত্যা করেছেন বিজেপি নেতা, এই দাবি করে ফেসবুকে পোস্ট করেন উদয়ন গুহ। খুনের তত্ত্বেই অনড় রয়েছে বিজেপি।
খুন না কি আত্মহত্যা? দিনহাটার বিজেপির বুথ সভাপতি অমিত সরকারের রহস্যমৃত্যুর দ’দিন পরও টানাপোড়েন অব্যাহত। এই প্রেক্ষাপটে শুক্রবার কোচবিহারে আসেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে। জেলার পুলিশ সুপার, মামলার তদন্তকারী পুলিশ অফিসার ও ময়নাতদন্তকারী চিকিৎসককে এদিন ডাকা হয় কোচবিহারে। তাঁদের সঙ্গে আলাদভাবে কথা বলেন বিবেক দুবে। পুলিশ সূত্রে খবর, মৃতের পোশাকের ভেতর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। হ্যান্ডরাইটিং এক্সপার্টদের দিয়ে নোটটি খতিয়ে দেখার কথা বলেন বিশেষ পর্যবেক্ষক।
আত্মহত্যাই করেন বিজেপির মণ্ডল সভাপতি। এই দাবি করে এদিন সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। পাশাপাশি দুটি সই দেখিয়ে তাঁর দাবি সুইসাইড নোটটি মৃত বিজেপি নেতার।
যদিও বিজেপির রাজ্য কমিটির সদস্য দীপ্তিমান সেনগুপ্তর পাল্টা বক্তব্য, তৃণমূল যতই আত্মহত্যার কথা বলুক, সাধারণ মানুষ জানে কী হয়েছে। চক্রান্ত করে খুন করা হয়েছে দলীয় নেতাকে। আমরা সিবিআই তদন্তের দাবি করছি।