West Bengal Election 2021: দিলীপ ঘোষের ওপর হামলা, মমতাকে গ্রেফতারের দাবি সৌমিত্র খাঁ-র
শীতলকুচিতে দিলীপ ঘোষের গাড়িতে হামলা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ঝান্ডা নিয়ে হামলা চালায় তৃণমূল বলে অভিযোগ দিলীপের। সভা করে ফেরার পথে হামলা। দিলীপের গাড়ি লক্ষ্য করে ইট, ভাঙল কাচ। হামলার সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল বলেও অভিযোগ উঠেছে। দিলীপ ঘোষ বলেন, "মানুষ এসব পছন্দ করছে না। লোকসভায় মানুষ বুঝিয়ে দিয়েছেন। আজকের ঘটনা অকল্পনীয়। বোমা মারতে মারতে দেড়শ লোক ছুটে আসে। আমার সুরক্ষা না থাকলে বাকিদের কী হবে? দিনের বেলা ঝান্ডা নিয়ে হামলা হয়েছে। মমতার উস্কানিতেই এই ঘটনা।" প্রতিবাদে নির্বাচন কমিশনের দফতরের সামনে ধর্নায় বসে বিজেপি। তাদের দাবি, কমিশনকে এর বিহিত করতে হবে। সৌমিত্র খাঁ বলেন, "দিলীপ ঘোষের উপর যেভাবে আক্রমণ হয়েছে তা মেনে নেওয়া যায় না। এটা অনভিপ্রেত। মমতা বন্দ্যোপাধ্য়ায়ই সন্ত্রাসের নায়িকা। ওঁনাকে গ্রেফতারের দাবি জানাই। ওঁনার ভাষণ বন্ধ করার দাবি জানাই।"