West Bengal Election Result 2021: তৃণমূলের হাফডজন তারকা প্রার্থী এবার প্রথমবার ময়দানে নেমেই বাজিমাত করলেন

Continues below advertisement

আসন জয়ের ফের ডাবল সেঞ্চুরি...টানা তিনবার মুখ্যমন্ত্রী হওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়...২০১৬-র বিধানসভার চেয়েও বড় জয়! বাংলায় দুশো আসন বহু দূরের কথা, তিন অঙ্কের বহু দূরেই আটকে গেল বিজেপি! বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়ের মতো মহারথীদের যেমন পতন হয়েছে.... তেমনই হিরণ চট্টোপাধ্যায়ে বাদ বিজেপির সব তারকা প্রার্থীই দাগ কাটতে ব্যর্থ।

উল্টোদিকে কথা রেখে অর্জুন সিংয়ের ডেরায় ব্যারাকপুরে গিয়ে, বিজেপিকে হারিয়ে বড়সড় চমক দিলেন পরিচালক রাজ চক্রবর্তী। টালিগঞ্জের নামজাদা পরিচালককে ভোটের লড়াইয়ে বিন্দুমাত্র গুরুত্ব দিতে চাননি যে অর্জুন, শেষ অবধি নিজের গড়ে একদা তাঁর অনুগামী মণীশ শুক্লার বাবাকেও জেতাতে ব্যর্থ হলেন তিনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram