West Bengal Election Result: দিদি ... ও দিদি ... সম্বোধনেই কাল?

বাংলাজুড়ে সবুজ ঝড়। ভরাডুবি বিজেপির (BJP)। কার্পেট বোম্বিংয়ের মতো বাংলায় প্রচার করেও মমতা বন্দ্য়োপাধ্যায়কে (Mamata Banerjee) বাংলার মসনদ থেকে হঠাতে পারলেন না নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহ (Amit Shah)। আর সেই সঙ্গে প্রশ্ন উঠে গেল গেরুয়া শিবিরের এই বিপর্যয়ের অন্য়তম কারণ মোদির সুরেলা সুরে দিদি সম্বোধন? কোথাও কি বাক্য বাণের এই ভঙ্গিকে বাংলার অপমান বলেই মনে করেছে বাঙালি? তাই কি এই জোরালো জবাব? 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola