West Bengal Elections 2021: আদি বিজেপি দিচ্ছে ডাক, বঙ্গে এবার দিদিই থাক: শিশিরের বিজেপি যোগ প্রসঙ্গে বললেন কুণাল

Continues below advertisement

আজ বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন শিশির অধিকারী (Shishir Adhikari)। এই প্রসঙ্গে শিশির বলেন, ‘মেদিনীপুরের (Midnapore) সম্মান বাঁচাতে লড়ব আমি। নন্দীগ্রামে (Nandigram) অনেক ভোটে জিতবে শুভেন্দু (Suvendu Adhikari)। পূর্ব মেদিনীপুর থেকে তৃণমূল (TMC) সাফ হয়ে যাবে।’ তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘এর মধ্যে কোন নতুনত্ব নেই, পরিচিত চিত্রনাট্যে অভিনয় করছেন শিশির। তিনি আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দয়ায় এমপি। যারা তৃণমূল দলের শীর্ষ স্থানে ছিলেন, তাঁরা যখন বিশ্বাসঘাতকতা করে, তাদের মানুষ ভোট দেবে না। তৃণমূল কংগ্রেসকেই উজাড় করে দেবে। বিশ্বাসঘাতকতার রাজনীতিকে প্রত্যাখ্যান করবে জেলার মানুষ। যারা জেলার পুরনো বিজেপি কর্মী তাঁরা তো অধিকারী পরিবারের বিরুদ্ধ ছিল। ফলে আদি বিজেপি দিচ্ছে ডাক, বঙ্গে এবার দিদিই থাক’।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram