West Bengal Elections 2021: 'আগামী দিনে বাংলার জন্য পেঁয়াজ চাষ বাঁকুড়াতেই হবে', ছাতনায় বললেন মমতা

Continues below advertisement

ছাতনায় (Chatna) জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হুইল চেয়ারে মঞ্চে উপস্থিত তিনি। সেখানে মমতা বলেন, ‘আমি অনেক আদিবাসী মেয়েকে মানুষ করেছি। তাদের বিয়ে দিয়ে দিই। যার সঙ্গে বিয়ে হয় তাদের চাকরিও করে দিই। আমার বাড়িতে আদিবাসী মেয়েরাই থাকে। ওদের জন্যই আমি খেতে পারি, আমার সেবা করে তারা। আমাকে যখন গার্ডেনরিচে গুলি করে মেরে ফেলার চেষ্টা হয়েছিল, তখন একটি ছেলে নিজের হাতে গুলি খেয়ে আমায় বাঁচিয়ে দেয়। ছেলেটি একটি মুসলিম ছেলে। আমরা সমস্ত ধর্ম-কর্মের-সম্প্রদায়ের মানুষকে ভালোবাসি। শরীরের একটি অঙ্গ বাদ গেলে কষ্ট হয়। তেমনই সবাই মিলে একসঙ্গে থাকতে হবে। ছাতনার মানুষকে দেখে আমার গর্ব হয়।’ ছাতনায় পেঁয়াজ চাষ প্রসঙ্গে বলেন, ‘আগামী দিনে বাংলার জন্য পেঁয়াজ আর নাসিক থেকে আনব না, এখানেই চাষ হবে। তার জন্য আমার শুভাশিসকে দরকার।’ মমতা আরও বলেন, ‘নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার কৃষকদের অধিকার কেড়ে নিয়েছে। আমি বাংলার কৃষকদের আধিকার কেড়ে নিতে দেব না। সব কিছু বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে বিজেপি (BJP)। আমরা লড়াই করব।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram