West Bengal Elections: কেউ করছেন কীর্তন, কেউ আবার গরুর গাড়িতে -- অভিনব প্রচারে প্রার্থীরা

Continues below advertisement

শনিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেছেন বিধানসভা নির্বাচনের প্রার্থীরা। হরিনাম সংকীর্তন করতে করতে প্রচার পদযাত্রায় গোসাবা (Gosaba) কেন্দ্রের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী জয়ন্ত নস্কর (jayanta Naskar)। নিজেই খোল বাজিয়ে কীর্তন শুরু করেন তিনি। পাশাপাশি নৌকায় চড়েও চলল প্রচার। তাঁর সঙ্গে কীর্তন করলেন দলীয় কর্মীরা। অন্যদিকে খড়দায় (Kharda) বামপ্রার্থীর (Left) বর্ণময় মিছিল। খড়দা থানার সামনে থেকে বিটি রোড ধরে মিছিল করেন সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস (Debajyoti Das)। কসবায় গরুর গাড়িতে চড়ে প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাভেদ খান (Javed Khan)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram