West Bengal Elections 2021: ৭ তারিখ ব্রিগেড নিয়ে রাজ্যে অন্তত ২০টি জনসভা মোদির

Continues below advertisement

৭ই মার্চ ব্রিগেডের (Brigade) সমাবেশের (Rally) পর বাংলায় আরও সভা (Meeting) করবেন মোদি।  সূত্রের দাবি, রাজ্য জুড়ে নরেন্দ্র মোদির (Narendra Modi) ২৫ থেকে ৩০টি সভা করতে চাইছে রাজ্য বিজেপি (BJP), তবে প্রধানমন্ত্রী(PM) এখনও পর্যন্ত ২০টি বড় সভার পরিকল্পনা করেছেন। ৫০টি সভা করবেন অমিত শাহ (Amit Shah) এবং জে পি নাড্ডা (J P Nadda)। অন্যদিকে নরেন্দ্র মোদি অসমে (Assam) ৬টি সভা করবেন বলেও জানা গেছে। আগামী নির্বাচনে বাংলার আসনে বসার জন্য, জনগণের মন জয়ের জন্য, বিজেপির তরফে সবচেয়ে বড় নেতা-মন্ত্রীদের মানুষের সামনে নিয়ে আসা হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram