West Bengal Elections 2021: 'বাকিদের মতো গাড়িতে ঘুরছি না, বাড়ি বাড়ি গিয়ে দেখা করছি', বলছেন দেবদূত

টালিগঞ্জে (Tollygunj) প্রচারে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম (CPM) প্রার্থী দেবদূত ঘোষ (Debdut Ghosh)। বুধবার টালিগঞ্জের ১১৪ নং ওয়ার্ডে প্রচারে নেমেছেন তিনি। সঙ্গে রয়েছেন এলাকার কর্মী-সমর্থকরা। প্রচারে বেরিয়ে দেবদূত বলেন, ‘আমরা জিতবো। আমাদের কর্মী-সমর্থকদের পাশাপাশি এলাকার মানুষের মধ্যেও আমার প্রতি সমর্থন ও উত্তেজনা দেখতে পাচ্ছি। আমরা বাকিদের মতো গাড়িতে প্রচার করছি না, আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে দেখা করে প্রচার করছি। কেন্দ্র ও রাজ্য সরকার চোরে চোরে মাসতুতো ভাই। রাজ্যে ১০ বছরে বড় কোনও অগ্রগতি হয়নি, রঙের প্রলেপ লেগেছে শুধু। মানুষ এই সরকার চায় না।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola