West Bengal Elections 2021: 'কফিহাউসে তাণ্ডবের ঘটনা ‘কাঙ্খিত না হলেও, অপ্রাসঙ্গিক নয়’, বললেন শমীক

Continues below advertisement

মোদির (Narendra Modi) ছবি লাগানো টি-শার্ট পরে কফি হাউসে (Coffee House) তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী। ‘নো ভোট ফর বিজেপি’ (No Vote For BJP) লেখা পোস্টারে কালি। উত্তেজনা। এই প্রসঙ্গে একজন প্রত্যক্ষদর্শী মধুরিমা বক্সী বলেন, ‘কিছু গেরুয়া টি-শার্ট পরা লোকজন কফিহাউসে ঢুকে বসেছিল। সঙ্গে ছিলেন তেজিন্দর বাজ্ঞা। ৩০ মিনিট পর তাদের সংখ্যা বেড়ে প্রায় ২৫জন হয়। তারপর পোষ্টার ছেঁড়া শুরু হয় কফিহাউসের নিচে। পোষ্টারে ‘নো’ লেখার উপর কালো রঙ লাগাচ্ছিল ৪-৫ জন। বারণ করা হলে সবাই মিলে আমাকে ঘিরে ধরে। কোনওরকমে আমি বেরিয়ে আসি ওখান থেকে। কিছুক্ষণ পরে বিজেপি কর্মীরা স্লোগান দিতে দিতে বেরিয়ে যায়।‘ তবে এটি দলের কোনও ঘোষিত কর্মসূচি নয় বলে সাফাই দিয়েছে বিজেপি (BJP)। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) বলেন, “এটা পার্টি ঘোষিত কর্মসূচি নয়। কফি হাউসে নো ভোট ফর বিজেপি পোস্টার যারা লাগিয়েছেন, তারাও ঠিক করেননি। প্রতিক্রিয়া তো হবেই। ঘটনাটি কাঙ্খিত না হলেও, অপ্রাসঙ্গিক নয়।“

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram