Lok Sabha Vote: ভোটের আগেই উত্তপ্ত খড়দা, সুজন চক্রবর্তীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে তুলকালাম
ABP Ananda LIVE: পঞ্চম দফার ভোটেও(lok sabha election ohase 5) ঝড়েছে রক্ত। হাওড়া(howrah), হুগলি (hooghly)থেকে ব্যারাকপুর (barrackpore)জেলায় জেলায় দেখা গেল অশান্তির ছবি। আর অন্য দিকে, ভোটের আগেই উত্তপ্ত খড়দা, সুজন চক্রবর্তীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে তুলকালাম। তৃণমূল-সিপিএম হাতাহাতি। অন্য়দিকে, ভোট শেষেও উত্তপ্ত উত্তর ২৪ পরগনার আমডাঙা ভোট দিতে না পারার অভিযোগে বিক্ষোভ, ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত পুলিশ । বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি গ্রামবাসীদের, পুলিশের গাড়ি ভাঙচুর। সুতরাং পঞ্চম দফাতেও জেলায় জেলায় অশান্তি। রক্তপাত, সংঘর্ষ, বিক্ষোভ, ভাঙচুর, হুমকি.....বাদ গেল না কিছুই। কমিশন, পুলিশের ভূমিকা নিয়েও উঠল প্রশ্ন।আরও খবর, নির্বাচন কমিশনের(election commission) ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অর্জুন সিংহ(arjun Singh)। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে রীতিমতো ধমক দিতে দেখা গেল লকেট চট্টোপাধ্য়ায়কে(locket chatterjee)। বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। পঞ্চম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে উঠল একাধিক প্রশ্ন।