West Bengal Elections 2021: শেষবেলায় অন্য দল থেকে খেলোয়াড় খুঁজতেই CBI-ED কে মাঠে নামিয়েছে BJP: ফিরহাদ

Continues below advertisement

আজ ঘোষণা হল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (Election) নির্ঘণ্ট। আর এই দিনেই কলকাতা-সহ ১৪টি জায়গায় তল্লাশি (Raid) চালাচ্ছে ইডি (ED) ও সিবিআই (CBI)। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার (Kolkata) মেয়র (Mayor) ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বক্তব্য, নির্বাচনের আগে শেষ বেলায় অন্য দল থেকে কোন ‘খেলোয়াড়’ পাওয়া যায় কিনা সেই চেষ্টা করছে কেন্দ্রের শাসক দল। তার জন্য ইডি-সিবিআইকে দিয়ে শহর জুড়ে দৌড়াদৌড়ি চলছে। মে মাসে সব শান্ত হয়ে যাবে। ‘পৃথিবী আবার শান্ত হবে’, বিজেপিকে (BJP) খোঁচা ফিরহাদের। অন্যদিকে বাম-কংগ্রেস-আইএসএফ (CPIM, Congress, ISF) জোট জল্পনা প্রসঙ্গে তিনি বলেন, এরা সবাই মিলে চেষ্টা করছে। বিজেপির ইন্ধন রয়েছে এর পিছনে। বিহারের (Bihar) মতো ‘ভোটকাটুয়া’দের কাজে লাগানো হচ্ছে। কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমর্থনে। বাংলা যে কোন রকম সাম্প্রদায়িকতার (communalism) বিরোধী। কুঁদঘাট (Kundghat) কাণ্ডের প্রসঙ্গে বলেন, কমিটি গঠন করা হয়েছে, আইনসিদ্ধভাবে ব্যবস্থা নেওয়া হবে।

 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram