WB Election 2021 Date: ৮ দফায় ভোট কেন? কাকে সুবিধা করে দিচ্ছে নির্বাচন কমিশন? আক্রমণ মমতার
‘নির্বাচন কমিশন যেভাবে দফা ঘোষণা করেছেন তাকে মান্যতা দিচ্ছি। অসম, কেরলে, তামিলনাড়ুতে এক দফা, পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট কেন? কাকে সুবিধা করে দিচ্ছে নির্বাচন কমিশন? প্রত্যেক দফায় এক একটি জেলায় অর্ধেক ভোট কেন? জেলাকে পার্ট ওয়ান, পার্ট টু কেন? দক্ষিণ ২৪ পরগনাকে তিন ভাগে কেন ভাগ করা হয়েছে? মোদি ও অমিত শাহ কি ঠিক করে দিয়েছে? ২৩ দিনের খেলা খেলবে? আপনাদের হারিয়ে ভূত করে দেব। বাঙালি বাঙালিতে ভাগ করছেন, হিন্দু-মুসলিম ভাগ করছেন। আমাদের জোর বেশি, তাই দক্ষিণ ২৪ পরগনায় তিন দফায় ভোট? সব চক্রান্ত ভেঙে দেব। বহিরাগত গুণ্ডারা বাংলা শাসন করবে না। বাংলার মানুষ বাংলা শাসন করবে। লোকসভা ভোটে কী করেছিলেন বিবেক দুবে, আমরা জানি। কেন্দ্রীয় সরকার নিজের ক্ষমতার অপব্যবহার করতে পারে না। ভোটে অবাধ টাকা বন্ধ করুক কমিশন। বিজেপির হাতে এজেন্সি আছে। ভোটের আগে এজেন্সির অপব্যবহার। যত নেতাকে নিয়ে আসুন, আমরা ঘরে বাসন মাজার লোক। এত ভয়! বাংলাকে অসম্মান করা হয়েছে। নির্বাচনের পরে আমাকে সেরাকে সম্মান দেবেন,’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।