Mamata Banerjee: 'ভাঙড়ে গন্ডগোল হল কী করে কাল রাত? ওখানে তো সেন্ট্রাল ফোর্স ছিল', প্রশ্ন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের। ABP Ananda Live
আমি কুৎসাটাকে হাসিমুখে মেনে নিয়েছি। বদলা নেব না। এতদিন মুখ বুজে সহ্য় করেছি। আজকে যদি বলি, এত অত্য়াচার সত্ত্বেও ৮০ হাজার সেন্ট্রাল ফোর্স ছিল। ভাঙড়ে গন্ডগোল হল কীকরে কাল রাত? ওখানে তো সেন্ট্রাল ফোর্স ছিল। অ্য়াডি এসপিকে গুলি করা হয়। বাইরে থেকে গুন্ডা আগে থেকে জড়ো করে রেখেছিল। সেখান থেকে বেরিয়ে বিডিওকে ঘেরাও। গায়ের জোরে লেখানো হয়। খুশি হতাম, তৃণমূলের কেউ অন্য়ায় করলে তাদেরও গ্রেফতার করলে। আরাবুল হেরেছে। আরাবুলের সিট হারা নয়।
Tags :
Bengal CM Elections West Bengal Politics Mamata Banerjee Panchayat Election Congress TMC BJP CPIM Panchayat Election 2023 WB Panchayat Election 2023 West Bengal Panchayat Election BHANGAR Panchayat Poll 2023 WB Panchayat Poll 2023 Panchayat Election In Bengal WB Panchayat Election Date