Yashwant Sinha joins TMC: ' বিজেপিকে রোখা জরুরি, মমতার হাত শক্ত করতেই তৃণমূলে', জানালেন যশবন্ত

Continues below advertisement

আজ তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন যশবন্ত সিনহা (Yashwant Sinha)। সুদীপ-ডেরেক-সুব্রতদের উপস্থিতিতে যোগ দেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রকেরও দায়িত্বে ছিলেন তিনি। বর্তমান বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। তারপর তিনি দলত্যাগ করার সিদ্ধান্ত নেন। এরপর আজ তৃণমূলে যোগ দিলেন তিনি। এবিপি আনন্দ-র প্রতিনিধিকেএকান্ত সাক্ষাৎকার দেন তিনি। সেখানে তাঁকে প্রশ্ন করা হয় "তৃণমূলে কেন?" এর জবাবে তিনি বলেন, "তৃণমূলে কেন নয়? বাংলায় এখন নির্বাচন হতে চলেছে। তৃণমূল কংগ্রেস ও আরও কয়েকটি দল বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। আমার মনে হয় বাংলার এই নির্বাচনের প্রভাব পুরো দেশের উপর পড়বে। পুরো দেশে বিজেপিকে রোখা জরুরি। সেই কারণে বাংলাতেও রোখা দরকার। বাংলায় বিজেপিকে রোখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা দরকার। সেই কারণে আজ আমি তৃণমূলে সামিল হলাম যাতে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে পারি, তৃণমূল কংগ্রেসকে মজবুত করতে পারি।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram