Yogi Adityanath's Bengal Visit: রামনাম অপছন্দ করলে, বাংলায় জায়গা নেই, মালদায় বার্তা আদিত্যনাথের

ভোটের মুখে আজ নির্বাচনী প্রচারে রাজ্যে এসেছেন যোগী আদিত্যনাথ। বিজেপির (BJP) উত্তরবঙ্গের পরিবর্তন যাত্রার (Parivartan yatra) সমাপ্তি সভায় যোগ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মালদার গাজোল কলেজ মাঠে আজ সভা করছেন বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সনাতন সংস্কৃতির পীঠে আসার সৌভাগ্য হল আমার। বন্দে মাতরম মন্ত্রে দীক্ষিত বীরভূমিকে আমার প্রণাম। এই মন্ত্রে দেশে জাগরিত হয়েছিল রাষ্ট্রীয় চেতনা। এই বাংলার মাটি থেকেই নতুন পরিবর্তনের সূচনা হবে", মালদা থেকে পরিবর্তনের ডাক যোগী আদিত্যনাথের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola