Left Congress Alliance: আব্বাসকে জোটে নেওয়ায় সমস্যা বাড়বে বাম-কংগ্রেসে, মন্তব্য সৌগতর

Continues below advertisement

জোট-জটিলতা কাটাতে বৈঠকে বাম-কংগ্রেস-আইএসএফ (Left, Congress, ISF)।  আজ বৈঠকে রয়েছেন বিমান বসু (Biman Basu), মহম্মদ সেলিম (Mohammad Selim), প্রদীপ ভট্টাচার্য (Pradeep Bhattacharjee), আবদুল মান্নান (Abdul Mannan) সহ শীর্ষ নেতৃত্ব। সোমবার প্রায় ৪ ঘন্টা ধরে এই বিষয়ে বৈঠক করেন বাম ও কংগ্রেসের নেতারা। কংগ্রেসের তরফে দাবি জানানোর পর ৯২টি আসন পেয়েছেন তাঁরা। তবে আইএসএফ-কে কতগুলি আসন দেওয়া হবে, সেই নিয়ে রয়ে গেছে জটিলতা। আজকের মধ্যেই এই জটিলতা কাটবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন, আব্বাস সিদ্দিকিকে (Abbas Siddiqui) জোটে নেওয়ায় বাম-কংগ্রেসে সমস্যা বাড়বে, বিশেষ করে কংগ্রেসের অন্দরে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram