Molay Roy Exclusive: জটায়ুকে তুলতে গিয়ে আঙুল মচকে গিয়েছিল বিশ্বশ্রী গুণময় বাগচির!

Continues below advertisement

বিশ্বশ্রী মলয় রায়। বাঙালি যাঁকে চিনেছে গুণময় বাগচি নামে। সত্যজিৎ রায়ের কল্যাণে। কিংবদন্তি চিত্র পরিচালকের বিখ্যাত সিনেমা 'জয় বাবা ফেলুনাথ'-এ কাশীর লজে যাঁর 'মাসল' দেখে চমকে গিয়েছিল স্বয়ং ফেলুদাও। আর লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু খাতা-কলম নিয়ে বসে পড়েছিলেন 'এদিকে চারশো, ওদিকে চারশো' পেশির নাম লিখতে। একটা সিনেমা রাতারাতি প্রচারের আলোয় নিয়ে এসেছিল মলয়কে। এখন কেমন আছেন বিশ্বশ্রী? কী করছেন? 'জয় বাবা ফেলুনাথ'-এর পর তাঁকে আর সিনেমায় দেখা গেল না কেন? সত্য়জিতের জন্মশতবর্ষে খোঁজ নিল এবিপি লাইভ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram