রাশিয়ার কবি পুশকিনের জীবনের মর্মান্তিক কাহিনি ‘মুক্তিবন্দ’ মঞ্চস্থ করল হযবরল
Continues below advertisement
হযবরল-র নতুন নাটক ‘মুক্তিবন্দ’। বিখ্যাত রাশিয়ান কবি আলেকজান্ডার পুশকিনের জীবনের মর্মান্তিক কাহিনি ধরা পড়েছে মঞ্চে। আজ নাটকটি প্রথম মঞ্চস্থ হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ।
এখনও কি কবিরা রাষ্ট্রের তোষামোদ করেন? এখনও কি রাষ্ট্রের দাস হতে কবিদের অনুশোচনা হয়?
চর্চিত এই বিতর্কের মধ্যেই রাশিয়ার কবি আলেকজান্ডার পুশকিনের জীবনের মর্মান্তিক কাহিনিকে বাস্তবের মঞ্চে আনল নাট্যদল হযবরল।
নাটকের নাম, মুক্তিবন্দ।
Continues below advertisement