Anirban Chakraborty Exclusive: লালমোহনের ভূমিকায় অভিনয় করলেও আমার কাছে সেরা জটায়ু সন্তোষ দত্ত

Continues below advertisement

'একেনবাবু'-তে তাঁকে দেখেই সিংহভাগ দর্শক মনে করেছিলেন জটায়ু হিসেবে তাঁকে মানাবে ভালোই। সেই কল্পনাই যখন বাস্তবে রুপান্তরিত হয়ে লালমোহন গাঙ্গুলীর চরিত্রের অফার তাঁর কাছে এল, তখন অনির্বাণ চক্রবর্তীর মনে হয়েছিল 'এই সুযোগ বড় পাওয়া'। এবিপি লাইভের কাছে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় 'দার্জিলিং জমজমাট' সিরিজে কাজ করার গল্প এবিপি লাইভকে শোনালেন অনির্বাণ। 

সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা কেমন হল? অনির্বাণ বলছেন, 'এটা সৃজিতের সঙ্গে এটা আমার পঞ্চম কাজ। এর আগে আমি ৩টে ফেলুদার গল্পে অভিনয় করেছি। 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি' তে অভিনয় করেছিলাম। 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এ অভিনয় করেছি। তারপর 'দার্জিলিং জমজমাট'। এতগুলো কাজ একসঙ্গে করে ওর সঙ্গে একটা খুব ভালো বোঝাপড়া হয়ে গিয়েছে। কিন্তু একেবারে প্রথম কাজ থোকেই আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছিল। এতে কাজের খুব সুবিধা হয়েছে।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram