Srijit Mukherji Exclusive: 'সমালোচনা থেকে শিখি, ফেলুদার শ্যুটিং করার সময় নেতিবাচক ভাবনা স্পর্শ করে না', বলছেন সৃজিত

Continues below advertisement

সৃজিত মুখোপাধ্যায় নাকি ফ্লোরে খুব কড়া পরিচালক! কিন্তু যখন ফেলুদার শ্যুটিং চলে, তখন নাকি তিনি হাসিমুখেই মেনে নেন শ্যুটিংয়ের সমস্ত ঝুটঝামেলা। এই কথা টিম 'দার্জিলিং জমজমাট' জানিয়েছিল আগেই। জুন মাসে 'হইচই'-এর প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে 'ফেলুদার গোয়েন্দাগিরি'। এবিপি লাইভকে সাক্ষাৎকার দিতে বসে প্রথম প্রশ্নের উত্তরেই পরিচালক স্বীকার করে নিলেন, 'আমি এতদিন পর্যন্ত যা যা কাজ করেছি তা একদিকে আর অন্যদিকে ফেলুদা।'

টলিউড থেকে শুরু করে বলিউড, সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) ব্যস্ত পরিচালক। তবে ফেলুদার ছবির শ্যুটিং করার সময় নাকি সবচেয়ে খুশি থাকেন তিনি। এবিপি লাইভকে পরিচালক বলছেন, 'ফেলুদার শ্যুটিং করার সময় কোনও নেতিবাচক মানসিকতা আমায় স্পর্শ করে না। সে শ্যুটিং হোক বা সোশ্যাল মিডিয়া। কারণ ফেলুদার শ্যুটিং করার সময় আমার পাশে সেই ১০ বছরের ছেলেটা বসে থাকে যে ভবানীপুরের বইয়ের দোকান থেকে পাতলা পাতলা বইগুলো কিনে আনত। নতুন বইয়ের গন্ধের সঙ্গে মিশে থাকত ফেলুদার অ্যাডভেঞ্চারের গন্ধ, তার বাবার স্মৃতি। সেইসব স্মৃতি যেন তাকে বর্মের মতো আগলে রাখে সমস্ত খারাপ কিছুর থেকে। সব মিলিয়ে ফেলুদার শ্যুটিং এক্কেবারে অন্যরকম অভিজ্ঞতা, অতুলনীয়। তখন মনে হয় পৃথিবীতে আর কিছু নেই, কেবল ফেলুদাই সত্য।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram