Arindam Sil on Mahananda: 'যে ইতিহাস আমরা বইতে পড়ি না, তাকে বহন করেন মহাশ্বেতা দেবী'
দু বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা, দীর্ঘ গবেষণা, ইতিহাস, অজানা ইতিহাসকে তুলে ধরার দায়িত্ব, গুরুদায়িত্ব.. ৮ এপ্রিল সেই অপেক্ষার অবসান হল। প্রেক্ষাগৃহে মুক্তি পেল 'মহানন্দা' (Mahananda)। সাদা পাঞ্জাবির সঙ্গে সাদায় কালোয় কাঁথা স্টিচের কাজ করা উত্তরীয় যেন অন্য মাত্রা দিয়েছিল পরিচালকের সাজকে। চির পরিচিত শান্ত, সৌম্য মুখে উৎসাহ, আনন্দের সঙ্গে সঙ্গে কোথাও যেন লুকিয়ে থাকা একটু ক্লান্তির ছাপ। তারই ফাঁকে প্রিয়া সিনেমাহলের ভীড় এড়িয়ে এবিপি লাইভের মুখোমুখি অরিন্দম শীল (Arindam Sil)।
Tags :
ABP Ananda Tollywood Mahasweta Devi Entertainment Iman Chakraborty ABP Exclusive ABP Live ABP Live Exclusive Entertainment News Arindam SIl Mahananda Gargee RoyChowdhury অরিন্দম শীল গার্গী রায়চৌধুরী ইমন চক্রবর্তী ABP Ananda