Mahananda Exclusive: 'এই ছবি দায়িত্ববোধের', প্রেক্ষাগৃহে এসে 'মহানন্দা' দেখার আর্জি গার্গী, ইমনের

সন্ধের মধ্যমণি তিনিই। নীল গাঢ় কাজ করা শাড়ি, ভারী গয়না আর মাথার খোঁপায় তাঁর সাজ সম্পূর্ণ। প্রেক্ষাগৃহের অন্ধকারে তখন তিনি 'মহানন্দা'। তার মধ্যেই প্রেক্ষাগৃহের বাইরে সবার সঙ্গে হাসিমুখে কথা বলছিলেন গার্গী রায়চৌধুরী (Gargee Roychowdhury)। এক ফাঁকে এবিপি লাইভের ক্যামেরা মুখোমুখি হয়ে ভাগ করে নিলেন নিজের অভিজ্ঞতার কথা। মহাশ্বেতা দেবীর জীবন আধারিত ছবি 'মহানন্দা' মুক্তি পেয়েছে ৮ এপ্রিল। অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছেন গার্গী রায়চৌধুরী (Gargee Roychowdhury)। এছাড়াও এই ছবিতে রয়েছেন দেবশঙ্কর হালদার (Debshankar Haldar), ইশা সাহা (Isha Saha) ও অন্যান্যরা। এই ছবির 'মাটি আমার শুনছে কথা' গানটি দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়েছে। আর এই গান বড়পর্দায় যাঁর কন্ঠে ভেসে উঠেছে, তিনি ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। এবিপি লাইভের সঙ্গে এই ছবির সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা ভাগ করে নিলেন তিনিও।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola