Bappi Lahiri Passes Away : মুম্বইয়ে বাপি লাহিড়ির শেষকৃত্য, জুহুর লাহিড়ি হাউস থেকে অন্তিম যাত্রা ভিলে পার্লের পবনহংস শ্মশানে | Bangla News

Continues below advertisement

কভি আলবিদা না কহেনা...। এই গানের সুরস্রষ্টা বাপি লাহিড়িকে (Bappi Lahiri) চোখের জলে বিদায় জানাল মুম্বই। গতকাল গভীর রাতে আমেরিকা থেকে সপরিবারে দেশে ফেরেন ছেলে বাপ্পা লাহিড়ি। এরপর আজ সকাল ১০টা নাগাদ জুহুর (Juhu) লাহিড়ি হাউস থেকে শুরু হয় অন্তিম যাত্রা। ফুলে সাজানো ট্রাকে নিয়ে ডিস্কো কিংয়ের মরদেহের সঙ্গে ছিলেন আত্মীয়-পরিজনেরা। শেষ যাত্রায় সামিল হন অগণিত মানুষ। ভিলে পার্লের পবনহংস শ্মশানে বাপি লাহিড়ির শেষকৃত্য সম্পন্ন হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram