Belashuru Exclusive: শ্যুটিং শেষে চোখে জল নিয়ে শান্তিনিকেতন থেকে ফিরেছিলেন সৌমিত্র-স্বাতীলেখা, ফিরে দেখা 'বেলাশুরু' সফর

Continues below advertisement

প্রতিবার ছবির চিত্রনাট্য পড়ে শোনানোর দায়িত্ব থাকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprosad Mukherjee) ওপর। সেই নিয়মের অন্যথা হয়নি 'বেলাশুরু'-র ক্ষেত্রেও। পড়ে শোনানো শুরু হল আরতি আর বিশ্বনাথের গল্প। সামনে সৌমিত্র চট্টোপাধ্যায়। আবেগ.. আনন্দ, হাসি.. সব শুধু স্ক্রিপ্টে। শুনতে শুনতে বিন্দুমাত্র অভিব্যক্তি ফুটে উঠল না সৌমিত্র চট্টোপাধ্যায়ের মুখে। ছবি শেষ হওয়ার পরে কেবল একটাই কথা বললেন তিনি। কী ছিল সেই কথা? এবিপি লাইভকে 'বেলাশুরু'-র নেপথ্য গল্প শোনালেন শিবপ্রসাদ। 

অডিটোরিয়ামের চেয়ারে বসে 'বেলাশুরু'-সফরকে ফিরে দেখছিলেন শিবপ্রসাদ। বললেন, 'একটা দৃশ্য ছিল, যেখানে বিশ্বনাথ আর আরতি বসে শব্দছক খেলছে। ওই জায়গাটা শুনে সৌমিত্রটা বললেন, দ্য সেভেন সিলস (The Seventh Seal) ছবির একটি দৃশ্যর সঙ্গে অনেকটা মিল রয়েছে। ওখানে যেমন মৃত্যুর সঙ্গে বসে দাবা খেলছে, আর এখানে নিয়তির সঙ্গে শব্দছক।' তবে চিত্রনাট্য শোনা শেষ করে প্রথম দুটি শব্দ বলেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। কী সেই দুই? একটু হেসে শিবপ্রসাদ বললেন, 'উনি বলেছিলেন, আবার ছক্কা।'

শ্যুটিংয়ের শেষ দিন.. গল্পেরও। একটা বগি গোটাটাই কবজা করেছিল টিম 'বেলাশুরু'। ট্রেন চলছে, সঙ্গে শ্যুটিংও। সৌমিত্র চট্টোপাধ্যায় কবিতা আবৃত্তি করছেন, কেউ গান গাইছে.. কেউ নাচ.. সবটাই তাৎক্ষণিক। আড়াই বছর আগের সেই দিনটা এখন ঝকঝকে পরিচালক নন্দিতা রায়ের (Nandita Roy) মনে। এবিপি লাইভের সঙ্গে কথা বলতে গিয়ে সেই স্মৃতিই ফিরে দেখলেন পরিচালক নন্দিতা রায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram