Bengali New Year 2024: উত্তমকুমারকে দেখে বন্ধ গান! নববর্ষের অনুষ্ঠানে হৈমন্তী শুক্লার প্রথম উপার্জন ১২৫ টাকা!
Haimanti Sukla's Noboborsho: নববর্ষের সকাল শুরু হত, মুসুর ডাল বাটা আর নিমপাতা খেয়ে। ছোট থেকেই নাকি তাঁর মনে হত, নতুন বছরে কেবল নতুন পোশাক নয়, চাই নতুন একটা গানও। বাবার কাছে আবদার করতেন প্রত্যেকবার। বড় হওয়ার সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখতেন, নববর্ষে বসুশ্রী থিয়েটারে গান গাওয়ার। প্রথম যখন সেই অফার এল, মাত্র ২৫ টাকার বিনিময়েই রাজি হয়ে গিয়েছিলেন। তবে সেই অনুষ্ঠানে উপার্জন হয়েছিল ১২৫ টাকা। স্টুডিওতে রেকর্ডিং (Bengali Song) করতে করতে গান থামিয়ে দিয়েছিলেন উত্তমকুমারকে (Uttam Kumar) দেখে। তাঁর গান শুনে কী বলেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় (Hemanta Mukherjee), মান্না দে (Manna Dey)? নতুন প্রজন্মের কাছে কতটা প্রাধান্য পায় বাংলা গান? নববর্ষের (Bengali New Year) আগে, এবিপি লাইভকে (ABP Live) দেওয়া সাক্ষাৎকারে গানে, সুরে, ভাবনায়, স্মৃতিতে ধরা দিলেন যে হৈমন্তী শুক্লা (Haimanti Sukla), যাঁকে হয়তো চেনেন না প্রায় কেউই। #HaimantiSukla #BengaliNewYear #noboborshospecial #NoboborshoExclusive #EntertainmentExclusive #BegaliSong #HaimantiShuklaExclusive