Saif Ali Khan : সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় কী ভুল ছিল ধৃত বাংলাদেশির ?
ABP Ananda LIVE : সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় গ্রেফতার বাংলাদেশি। ধৃত মহম্মদ শরিফুল ইসলাম বাংলাদেশের নাগরিক। '৫-৬ মাসে আগে মুম্বইয়ে আসে মহম্মদ শরিফুল ইসলাম'। 'ধৃতের কাছ থেকে কোনও ভারতীয় পরিচয়পত্র মেলেনি'। 'চুরির উদ্দেশ্যে সেফের বাড়িতে চড়াও মহম্মদ শরিফুল'। 'চুরির উদ্দেশ্য থাকলেও ওই বাড়ি সেফের বলে জানত না ধৃত'। 'ঠাণের পানশালায় হাউসকিপিংয়ের কাজ করত মহম্মদ শরিফুল'। 'সেফের ওপর হামলার পর পালিয়ে বেড়াচ্ছিল শরিফুল'। 'পুলিশের চোখে ধুলো দিতে বারবার নাম ভাঁড়িয়ে আস্তানা বদল'। 'কখনও বিজয় দাস, কখনও মহম্মদ ইলিয়াস নাম ব্যবহার'। ৭-৮ মাস আগে শিলিগুড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশ, মুম্বই পুলিশ সূত্রে খবর। গতকাল মুম্বইয়ের নির্মীয়মাণ আবাসন থেকে গ্রেফতার অভিযুক্ত।
WB News Live Updates: কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তেও উস্কানি অব্যাহত
কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তেও উস্কানি অব্যাহত। কিছুদিন আগে কাঁটাতার দিতে বাধা দেয় BGB ও বাংলাদেশি নাগরিকরা। তবে চাপের মুখে শেষমেশ পিছু হঠতে বাধ্য হয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। বাধা উপেক্ষা করেই সীমান্তের বেশ খানিকটা অংশে কাঁটাতার লাগান স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, অনুপ্রবেশ, গরুপাচার করতে পারবে না বলেই বাধা দিচ্ছে বিজিবি। অশান্তির আশঙ্কায় রাতেও পাহারা দিচ্ছেন স্থানীয়রা।