Salif Ali Khan : সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় গ্রেফতার বাংলাদেশি। হামলার নেপথ্যে কী কারণ ?

ABP Ananda LIVE : সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় গ্রেফতার বাংলাদেশি। ধৃত মহম্মদ শরিফুল ইসলাম বাংলাদেশের নাগরিক। '৫-৬ মাসে আগে মুম্বইয়ে আসে মহম্মদ শরিফুল ইসলাম'। 'ধৃতের কাছ থেকে কোনও ভারতীয় পরিচয়পত্র মেলেনি'। 'চুরির উদ্দেশ্যে সেফের বাড়িতে চড়াও মহম্মদ শরিফুল'। 'চুরির উদ্দেশ্য থাকলেও ওই বাড়ি সেফের বলে জানত না ধৃত'। 'ঠাণের পানশালায় হাউসকিপিংয়ের কাজ করত মহম্মদ শরিফুল'। 'সেফের ওপর হামলার পর পালিয়ে বেড়াচ্ছিল শরিফুল'। 'পুলিশের চোখে ধুলো দিতে বারবার নাম ভাঁড়িয়ে আস্তানা বদল'। 'কখনও বিজয় দাস, কখনও মহম্মদ ইলিয়াস নাম ব্যবহার'। ৭-৮ মাস আগে শিলিগুড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশ, মুম্বই পুলিশ সূত্রে খবর। গতকাল মুম্বইয়ের নির্মীয়মাণ আবাসন থেকে গ্রেফতার অভিযুক্ত।

West Bengal News Live: পুলিশের গুলিতে বাংলাদেশ সীমান্তে নিহত হল উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পলাতক বন্দি

পুলিশের গুলিতে বাংলাদেশ সীমান্তে নিহত হল উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পলাতক বন্দি। পুলিশের দাবি, বাংলাদেশে পালানোর সময় সাজ্জাক আলম ধরা পড়ে। আত্মসমর্পণ করতে বলায় গুলি চালায় সাজ্জাক। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। এখনও অধরা নিহত বন্দির সাহায্যকারী। কীভাবে বিচারাধীন বন্দির হাতে অস্ত্র? সাসপেন্ড করা হয়েছে ৪ পুলিশ কর্মীকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola