Film Star: সেলিব্রিটি ফ্য়ামিলির সদস্য হিসেবেই অনেকেই নতুন নতুন ছবি এবং সিরিজে ডেবিউ করতে চলেছেন, চোখ রাখা যাক বিনোদন দুনিয়ার নতুন মুখের তালিকায় | ABP Ananda LIVE
Continues below advertisement
অভিনয় দুনিয়ায় পা রাখার জন্য সিঁড়িটা তাঁদের সামনে রাখা থাকে ছোটবেলা থেকেই। শুধু সাফল্যের সঙ্গে সেই সিঁড়ি চড়তে পারাটাই তাঁদের কাছে চ্যালেঞ্জ। বলিউড বলুন, বা দক্ষিণী ইন্ডাস্ট্রি। নেপোটিজম নিয়ে যতই সমালোচনা চলুক না কেন, তারকাদের পরিবার থেকে তাঁদের উত্তরসূরিরা বিনোদন দুনিয়ায়, বা বলা ভাল অভিনয়ের জগতে অতি সহজেই পা রাখেন। এই ট্রেন্ড শুধু আজকের নয়, দীর্ঘদিনের। তবে তারকা পরিবারের সন্তান মানেই যে অভিনয় জগতে দুরন্ত সাফল্য পাবেন, তেমনটা নয়। অনেকের কেরিয়ার আকাশ ছোঁয়, অনেকে আবার দু'একটি সিনেমা করার পরি হারিয়ে যান লাইম লাইট থেকে। বলিউডে আগামীর তালিকায় এমন বহু নাম রয়েছে, যারা সেলিব্রিটি ফ্য়ামিলির সদস্য হিসেবেই নতুন নতুন ছবি এবং সিরিজে ডেবিউ করতে চলেছেন। চলুন, আজ চোখ রাখা যাক বিনোদন দুনিয়ার নতুন মুখের তালিকায়।
Continues below advertisement