Film Star: অ্যাকশন ফিল্মে শাহরুখ বরাবরই নতুন নতুন চ্যালেঞ্জ নিয়েছেন, আজ শাহরুখের ধুন্ধুমার অ্যাকশন সিকোয়েন্সগুলির নেপথ্য কাহিনিতে চোখ রাখা যাক | ABP Ananda LIVE
Continues below advertisement
সিনেম্যাটিক স্টাইলে এখন যদি বলিউডে প্রশ্ন ওঠে, 'অ্যাকশন কা কিং কৌন?', তাহলে সমস্বরে একটাই জবাব আসবে। শাহরুখ খান। পাঠান রিলিজ থেকে শুরু করে জওয়ানের টিজার মুক্তি,
বলিউডি অ্যাকশনে বাদশাই যে সেরা, সেটা আবার প্রমাণ হয়ে গিয়েছে। সূত্র বলছে, অ্যাটলির জওয়ান-এ অ্যাকশনকে অন্যমাত্রায় নিয়ে যাবেন শাহরুখ। তবে তাঁর ফিল্মি কেরিয়ার দেখলে এটা স্পষ্ট
হয়ে যাবে, অ্যাকশন ফিল্মে শাহরুখ বরাবরই নতুন নতুন চ্যালেঞ্জ নিয়েছেন। হলিউডের অ্যাকশন ডিরেক্টররা শাহরুখের সঙ্গে তুলনা টেনেছেন টম ক্রুজের। চলুন, আজ শাহরুখের ধুন্ধুমার অ্যাকশন সিকোয়েন্সগুলির নেপথ্য কাহিনিতে চোখ রাখা যাক।
Continues below advertisement